Breaking News

সরকারি চাকরিতে বয়স বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি চাকরিতে বয়স বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।আজ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরপর্বে একথা জানান তিনি।
দীর্ঘ দিন ধরে ছাত্র-ছাত্রী ও চাকরিপ্রার্থীরা চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে রাজপথে আন্দোলন করে আসছিল।প্রধানমন্ত্রীর আজকের এই বক্তব্যের মধ্যদিয়ে তা সমাপ্তি ঘটলো বলে মনে করা হচ্ছে।
জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য নুরুল ইসলাম ওমরের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এখন আর সেশনজট নেই, ২৩ বছরেই ছেলে-মেয়েরা মাস্টার্স শেষ করতে পারছে। এরপরেও ৩০ বছর পর্যন্ত সময় রয়েছে। তাদের জন্য যথেষ্ট সময় রয়ে গেছে।

No comments