Breaking News

তাসফিয়া হত্যাকাণ্ড: আদনান মির্জাকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা

বীর কন্ঠ ডেস্ক :
স্কুলছাত্রী তাসফিয়া আমিন (১৬) হত্যাকাণ্ডের ঘটনায় আটক আদনান মির্জাকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ মে) দুপুরের দিকে তাসফিয়ার বাবা মোহাম্মদ আমিন বাদী হয়ে নগরের পতেঙ্গা থানায় এ মামলায় দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) মো. জাহেদুল ইসলাম  বলেন, ‘স্কুলছাত্রী তাসফিয়া হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া আদনান মির্জাকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। তাসফিয়ার বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলার অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।’

মামলার বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।’
এর আগে বুধবার (০২ মে) সকালে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতের ১৮ নম্বর ব্রিজঘাটের পাথরের ওপর থেকে সা্নসাইন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়া আমিনের মরদেহ উদ্ধার করে পতেঙ্গা থানা পুলিশ।
পরে একই দিন সন্ধ্যায় নগরের খুলশী থানার জালালাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে তাসফিয়ার বন্ধু আদনান মির্জাকে (১৬) আটক করে।
আটক আদনান মির্জা বাংলাদেশ ‍এলিমেন্টারি স্কুলের নবম শ্রেণির ছাত্র এবং ব্যবসায়ী ইস্কান্দার মির্জার ছেলে।

No comments