Breaking News

তাসফিয়া হত্যা মামলার প্রধান আসামি আদনান মির্জাকে ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যা মামলার প্রধান আসামি আদনান মির্জাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ মে) বিকেলে পতেঙ্গা থানা পুলিশ আদনানকে আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন জানায়।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী  জানান, আদনানকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে হাজির করা হয়েছে। পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে। রোববার (০৬ মে) রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত। আদনানকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (০২ মে) সকালে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতের ১৮ নম্বর ব্রিজঘাটের পাথরের ওপর থেকে সা্নসাইন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়া আমিনের মরদেহ উদ্ধার করে পতেঙ্গা থানা পুলিশ।  পরে একই দিন সন্ধ্যায় নগরের খুলশী থানার জালালাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে তাসফিয়ার বন্ধু আদনান মির্জাকে (১৬) আটক করে।  আটক আদনান মির্জা বাংলাদেশ ‍এলিমেন্টারি স্কুলের নবম শ্রেণির ছাত্র এবং ব্যবসায়ী ইস্কান্দার মির্জার ছেলে।
বৃহস্পতিবার (৩ মে) দুপুরে স্কুলছাত্রী তাসফিয়া আমিন (১৬) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার আদনান মির্জাকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় হত্যা মামলা করেছেন তাসফিয়ার বাবা মোহাম্মদ আমিন।

No comments