Breaking News

লোহাগাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান : ১৩ হাজার টাকা জরিমানা

লোহাগাড়ায় ২৭ এপ্রিল সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ফিজনূর রহমানের নেতৃত্বে এক ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা, ৫০ হাজার টাকার কাঁচামাল ধ্বংস ও ২০ হাজার টাকার মেশিন জব্দ করা হয়।

জানা যায়, উপজেলার আমিরাবাদ পুরান বিওসি এলাকায় সুচিন্ত দাশের মালিকানাধীন বেকারীকে পণ্যের উৎপাদন তারিখ না থাকায় ৩ হাজার, কাঁচা বাজার এলাকায় হেলাল উদ্দিনের মালিকানাধীন পোলাক আইসক্রীম ফ্যাক্টরীকে ৫ হাজার ও দয়ার পাড়া এলাকায় টিউবওয়েলের পানির সাথে চিনি মিশিয়ে রং দিয়ে নানাবিধ দই ও জুস তৈরী করার অপরাধে আবু তাহেরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আবু তাহেরের ভেজাল দুই ও জুস তৈরীর কাঁচামাল ধ্বংস ও মেশিন জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার আইনে এই তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

courtesy: Lohagaranews24

No comments